মেঘবতী তুই কোথায়?
রুক্ষতা ছুয়েঁছে আমায়,
সবুজ হারাতে বাদামী পেয়েছি
ক্ষীণ প্রাণ তোর অপেক্ষায়।


নিথর শাখা নিথর মূল
আর পারেনা শ্বাস নিতে
এই বুঝি তব প্রাণ
দেহ ছেড়ে যাবে উজাড় করে।


ওবেলা তুই আসিস নি,
যদি এই বেলাও না আসিস
তবে জানিস তুই আশার বিশ্বাসে
আমি ছেড়েছি এই ভূমি।