তোমায় অনেক ভালবাসি বলে,তোমায় বলা হয়নি কিছুই।
সর্বক্ষণ তোমায় কাছে রাখি, হয়তো তাই কাছে আসিনি
নিজের মত করে বলতে পার,'কখনো অামায় ভালবাসনি!'
অামার সব কাব্য ছন্দে তুমি সর্বত্র বিরাজমান, পুনঃ অভিযোগ।
কবি তুমি কখনো লিখনি,অামায় অাপনকরে একটা চিরকুট।



ঐ রবি আর শশী জানে, তুমি আমার পুণ্য দিবা-রাত্রি
তোমার ঐ সর্বনাশা রুপে, আমার সকল পার্থিবতা হয় অস্তির।
রক্তজবা চরণে বিশেষ কোন পুষ্প নয়,এই তুচ্ছ কথামাল্য,।
আপন ছন্দে রাঙিয়ো তারে, করো তুমি অমর কাব্য।