শুন্য হৃদয়, রিক্ত তার ধার,কেহ দিলনা,এক মুটো সুখ স্বপ্ন।
নাটোরের বনলতা সেন,পার্বতি,জুলিয়েট বা শিরিন।
কেহ না,এক মুটো সুখবিলাসের জন্য পাশে কেহ নায়।
চৌচির বুকের রক্ত ক্ষরণ, চলছে সেই যৌবনের প্রারাম্বাতে।



প্রতিক্ষায় প্রতিক্ষায়, ভগ্ন ক্লান্ত হৃদয়, আজও সেই প্রিয়ংবদার খুজে
পূর্ণতার সেই তৃপ্তি আভির শুধা, কেহ যদি দেয় পানের।
কদম ফুলে সাজিয়া লইবো,অাপন বক্ষদেশ গহীন স্থানে।
বাসর সাজইব মেঘের ভেলায়, অমরাবতীর পরশে।
মেশকাম্বর ডালিয়া করব বরণ, যুগলমিলন জান্নতে।