আস্তমন কাঁচা খাই আমি
দু'চার খানই ভরে না মন
মন নিয়ে ব্যস্ত থাকা
আমার ব্যবসায় মূলধন।


গৃহী মনকে করি সন্ন্যাসী
খাতক মনের মহাজন আমি
কম সুদে মননিয়ে বেশি সুদে ছাড়ি
চোরা মনের আমি যে সাধু কারবারি।


কৃষ্ণ পক্ষ শুভ্র পক্ষ
সব-ই  আমার জানা
ঔদ্ধত্য হৃদয় বিনয় কামনা
প্রোঢ় যুবক আসলে সব একিভাবে দেয় হানা।