তোমার চরনে রুপার মল
          সখি
কবিতার চরণে ছন্দঃ।
ভালবেসে তারে বরণ করিও
           সখি
কবির নয়নে একোঁ স্বপ্ন।


সখির মিলনে সর্গ মর্ত
       কবি
উচ্ছাসিত গিরি রামধনু।
মধুর মিলনে বিরহ ছাড়িয়ে
         কবি
লিখিবে মধুর কখন পত্র।


তোমার ছোয়াতে তোমার পরশে
         সখি
নবোঢ়া কাব্য হইবে অমর।
হৃদয় গহিনে আপন বাসরে
          সখি
রেখো তোমার অালতা চরন।


সখি সদা তোমার বর্ণে তোমার ছন্দে    
               কবি
অমর হইয়া রইবে নিঃসীম।
পাংশুল নয় দীপ্ত সাজে
            কবি
সাজিয়া লইব প্রিয়ার হর্ম্য।




বিঃদ্রঃ--বহুশ্রুত দূরে থাকুন।