যখন কোন ষোড়শী দেখি
মনে হয় সর্প দেখছি
এই বুঝি আসছে তেড়ে
তাদের আকিঞ্চন ধ্বংসনে।


যখন কোন কুমারী তাকায়
আপন পানে প্রজ্বলিত
মনে হয় শিকারী প্রস্তুত
আশী খুজে ছল মনে মনে।


এক ছোবলে খাবিয়ে নিবে
সবটা সে গিলে খাবে এক গোগ্রাসে।


যখন কোন নন্দিনী মিশে
শিতলতা বুকে নিয়ে
ষষ্ট ইন্দ্রীয় রুদ্র হয়
বায়ুসখা চারিপাশে।


পুড়িয়ে খাচ্ছে হৃদয় টা
অধর্ম ব্যভিচারী আপন খুর।


বিঃদ্রঃ পাঠকের বিচক্ষণতা প্রযোজ্য।