অবাধ্য কিছু শব্দ অাজ
চারদিকে খাচ্ছে ঘুরপাক
যতবার চেয়েছি পরিত্রাণ
বরাবর-ই হয়েছি নির্বাক।


দুতরা ফুল,কয়েক গজ রশি,১ শিশি কীটনাশক
কিছুই পারেনি দিতে পরিত্রাণ
বারবার চেষ্টায় ব্যর্থ জীবন
জীবন হেরেছে নিরবধি।


কিছু প্রাপ্তির দায়ভার অঢেল
কিছু অ-প্রাপ্তি মনে জাগিয়ে রাখে অহংকার
না পাওয়ার মাঝে এক ধরনের সুখ থাকে
পেয়ে হারানো বড্ডবেশি আত্ন লজ্জার।


যে বদন খানা মলিনে,মলিন হয় হৃদয়
সে বদন খানি ব্যথা দিলে,কিভাবে হৃদয় সয়।
যে মেঘ ভালবেসে বৃষ্টি নামায়,শূন্য নীলাম্বরে
সে বৃষ্টি কেন মাতে ত্রিবণী বাটে।


যে জন গড়েছেন খেলার ছলে
এই পাংশুল মাটির খেলাঘর,
দক্ষ খেলোয়াড় নন যে তিনি,
আসলে তিনি কারিগর।।।।


বিঃদ্রঃ-আত্নহত্যা মহা পাপ,ইহা কবির একান্ত প্রচেষ্টা, কাউকে উৎসাহ দেওয়া কবির কাম্যনয়,জীবন ভালবাসুন,ভালবাসতে শিখুনএবং অন্যকে শিখান।@M.S.H.RHAHOL.