যুত সই  শব্দে
   কবি ভাসে ছন্দে
খুনসুটি আর অনুরাগে
ভালবাসা যায় আরো বেড়ে।


চাঁদনি রাতের হিমহাওয়াতে
ভালবাসার স্বর্গ ভাসে
হুতুম পেঁচা হাঁকছে দূরে
প্রেয়সী কবির গভিরে আসে।


টলমল জলে জোস্না নাচে
নাচে কবির সুপ্ত হিয়া
কবির ঠোঁটে নোলকের খোঁচায়
প্রিয়ার হৃদয়ে জাগায় ব্যথা।।


এমন রাত্রি বড় মধুর,
বড় ক্ষণিকের হয়
সময়ের তাড়া খুবই বেশি,
তামলে কি এমন ক্ষয়?


এমন সময় হায় দু'জনার
যদি ধরতো টাইম মেশিনে
সৃষ্টি সুখের উল্লাসে
ভাসত দু'জনা এক সাথে,,,,


বিঃদ্রঃ সুন্দর ভালবাসার সময় গুলো খুবই ক্ষণিকের হয়,যথটা সম্ভব ধরে রাখুন, জীবনের টাইম মেশিনে,,,,হয়তে কঠিন সময়ে ১টু বাঁচার অাশা যোগাবে।।।।