লাল স্বপ্ন নীল ঘুম
ক্লান্ত দিনের কৃষ্ণ  রুম
৫ বাই ৭ শক্ত খাটে
মাসকাবারির চিন্তার ধুম।


কত স্বপ্ন দেখায়
   প্রতি মাসের শেষটা
মাসের শুরুতে যেন বেড়ে যায়
মৌলিক চাহিদার প্রতিযোগিতা।


রোজকার কালো পেন্টটা
অার কালো নেয়,হয়ে গেছে সাদাটে
কত মাস ধরে ভাবছি
আসছে মাসে বানাব ১টা নতুন পেন্ট।


সর্ষে ইলিশ কেমন হয়
স্বাদটা গেছি ভুলে
জানি চিতয় পিঠাও এখন
অামার শৈশব রাখেনি মনে।।


অাসছে মাস অারেকটা নতুন
দেখতে যাব কস্তা শৈশব
কেমন করে স্বপ্ন রোজকার
গিলে খাচ্ছে জীবন স্রোত।।।


বিঃদ্রঃ-দয়া করে ভুল বোঝবেন না,,,,,এটা কবির একান্ত জীবনের সংকেতিক বর্ণের চিহ্ন,,,কেহ নিজের মত করে ভেবে কষ্ট পাবেন না।।।