পৃথীবিতে এতসব থাকতে
     ভালবাসা ভালবাসা করে
            কাঁদ কেন কবি তোমরা?


আমাদের এখানে,
       লাল টকটকে ডালিম ফুলে,
           ভ্রমর কখনো উড়েনা।


তোমরা যদি বোঝতে
    মেরুর বুকে তুষারের ব্যাথা,কখনো পারেনি সে
তৃষ্ণার্ত পথিকের  ঠোঁটে জায়গা করে নিতে।


কবি তোমাদের ভালবাসা কিনতে পাওয়া যায়
ভালবাসার বিনিময়ে।আমাদের এখানে তেমন নয়।
ভালবাসতে হয়, না হলে মন পঁচে যায় অনাদরে।


আমাদের এথানে প্রজাপতি উড়ে বিশ্বাসের ডানায়
তোমাদের প্রজাপতি উড়ে বাতাশের মায়ায়
কবি তোমরা এমন-ই।।।


অবহেলা আর যত্ন বরাবর-ই বিপরীত মুখি
কবি নিমন্ত্রণ জেনো,এসো একদিন,আমাদের সবুজ মেঘের ছায়ায়।
এখানে লাল অালো স্বপ্ন ছড়ায়,
চাওয়া পাওয়ার হিসাব ছাড়ায়।