অনেক কিছু বলার ছিল, কিছুই হয়নি বলা
তোমার এত্ত তাড়া ছিল,কিছুই হয়নি শোনা।
ট্রেনটা তখন ছাড়বে ছাড়বে,ছেড়েই দিল দোড়
তুমি শুধু থাকিয়ে ছিলে,প্রশ্ন ছিল অশ্রুর।


কিছুতেই আর হলো না দেখা,কিছুই হলনা মিছে
এমনি মিছে আছি সুখে,কিছুই জেনো না বুজে।
আরকটা দিন এভাবে, চুল তো গেছে পেকে
শেষ ট্রেনটা ধরবো আমিও,আসছি তোমার কাছে।



বিঃদ্রঃ যখন স্ত্রী হারিয়ে খুব অসহায় ছিলাম, তখন এই কবিতাটি লেখার চেষ্টা করে ছিলাম,,।