অাষাঢ়ে  ভজনে অবিরাম বারি
নিয়ে গেল বিষ
            দিয়ে গেল কুঁড়ি।


অাঁধি মুছে সজীব সবুজ
     কাদা গাথা ঝুরির গাঁ
পদ্ম ঈষ মিলনে,শিতল সমীর।


দীপ্ত অটবী অম্বু নৃত্তে
    ইন্দু হাসে কৃষাণীর আননে
শালকী দেয় অজনা পাড়ি।


দুলালীর অশ্রু ব্রহ্মা চরণে
      তট খুজেছে বর্ষার ধারে
নতুন জামা গড়িয়ে দিবে
তেল চিটচিটে বালিশটাকে।



****বরষার অায়োজনে****