সব নিরাভতার অর্থ হয়না
সব নিরভতা কিন্তু উত্তর দেয়
সর্বদা সে সাবলিল হয়না
কিন্তু উত্তর সাবলিল হয়।।


প্রতিটি মুহৃত কিছু প্রশ্নের জন্ম দেয়
প্রতিটি মুহৃত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয় না
কিছু প্রশ্নের অাবার কখনো উত্তর হয়না
যদি হয় সে হলো নিঝুম নিরভতা।।


তোমার নিরভ তোমাকে করে প্রশ্নবিদ্ধ
অামৃত্যু সে প্রশ্নের উত্তর খুজতে করে বাধ্য।