প্রভু তোমার পথের খুজে
অমর কাব্য


পাপ দেখেছি পাপী দেখেছি
শুদরাই নিতো তবু
ধরলে চেপে গলা তুমি
কি বলব প্রভু?


অামায় নিয়ে করছে খেলা
পৃথীবির সব রঙ্গলীলা
গা ভাসিয়ে চলছি আমি
সর্বনাশা স্রোতের ঢেলা।


ক্ষিণ যৌবনের অহংকারে
মেতে অাছি মর্ত নরকে
সর্ব সুখের সর্গ ভুলে
যোগ দিয়েছি কালের ছলে।


পরিত্রাণ কি পাব খুজে
তোমায় ভুলে রামধনুতে
রঙিন নেশার মাতল আমি
কোন বঁধুয়া পথ দেখাবে।
অমর কাব্য