দু'দিনের পরিচয়ে,
আবেগী মনে আগন্তুকেরে ঠাঁই দিয়ে,
নিঃস্বার্থভাবে শুধু ভালোবেসেই যায়..!
আমার নিঃস্বার্থ ভালোবাসায় ;
আগন্তুকের সাড়া নেই..!


আমার যতটুকু   ভালোবাসা ছিল,
হারিয়ে ফেলেছি ছলনায়...!
আগন্তুকের সাধনায় আমি নাই, আমি নাই..!
রয়েছিল  সে ছলনায়,
স্বার্থের তাড়নায়।
আহ্!  তাহার জুড়ি নাই।


প্রতারকে ভড়া স্বার্থপর দুনিয়ায়..।
আমি মনুষত্ব্য বিকিনায়..!
আমি বুঝি নি ছলনা,
মনকে করেছি বিপথে চালনা।
ফল ছিল ভাল না।
আমি বুঝিনি আগন্তুকের ছলনা।