সময় যেন একেবারেই থমকে গেছে
দরজায় কড়া নাড়া প্রভাত,
সেই বহুল প্রতীক্ষিত প্রভাত!
আসি আসি করেও যেন আর আসছে না।


কোন এক আঁধারে বোধহয় জীবন আটকে গেছে
যে আঁধার রাতের সাধারণ আঁধারের মতো নয়।
এই আঁধারে চাঁদের আলো নেই,
পথ দেখানোর জন্য একটি তারাও নেই,
নেই কোন ফিনিক ফোঁটা জোৎস্না,
এমনকি প্রকৃতিতে নেই একটি জোনাকির আলো!


এই আঁধার অমানবীয়, এই আঁধার অতিপ্রাকৃত
এই আঁধারে সাহায্যের আশা যেন অরণ্যে রোদন।
এই আঁধারে আমি আমার ঈশ্বর!
আমি হেরে গেলে বাকি সব নশ্বর।
এই মরণ সংগীতে আমিই বেতাল
আবার এই আমিই হলাম সপ্তসুর!


আমি যেন দূর হতে শুনতে পাচ্ছি
সেই বহুল কাঙ্ক্ষিত সূর্যোদয়ের পদধ্বনি!
প্রভাত যেন প্রস্তুত দরজায় কড়া নাড়বে বলে,
তবে কী আধারের অবসান ঘটলো
আমার-ই জাগরণে?