তুমি চাইলে ,
আমি  হব অমাবশ্যার আকাশ
অথবা
তারা ভরা আকাশে ধ্রুব তারা,

তুমি চাইলে ,
আমি বর্ষার আকাশ হব বৃষ্টি
কিংবা
শ্রাবণের আকাশে সাদা মেঘের ভেলা।

২১/০৭/২০১৩ইং