ছন্নছাড়া এই জীবনে
চেয়ে থাকি পথপানে

কখন আসবে তুমি
চারিদিকে শুধু মরুভুমি,

আশায় বাধি ঘর
চোখে পানি আর সবাই পর

দেখাতে নেই,জীবন
কাউকে বলতে নেই.. কারণ।

০২/০৮/২০১৩ইং