আমি শুনেছি সেদিন তুমি
দিগন্ত ছুঁয়ে এসেছ

আমি শুনেছি সেদিন তুমি
বহু পথ হেঁটে এসেছ,


আমি শুনেছি সেদিন তুমি
তুমি নীল আকাশ ছুঁয়ে এসেছ

আর সেদিন তুমি এসে ছিলে
শুন্য হাতে।

০৫/০৮/২০১৩ইং