বয়ে চলে ঝরনা
নেই কোন বেদনা,

নিরুদ্দেশে তার ভাবনা
নেই কোন যাতনা,

বয়ে চলে মনের অনন্দে
ঠিকানা বিহীন ছন্দে।

০৬/০৮/২০১৩ইং