মন পাখি যায় উড়ে
ফিরবে কি ঘরে

নিরুদ্দেশে তার ঠিকানা
নেই কোন ভাবনা,

মনের খোঁজে মন চলেছে
কত কথাই মন বলছে।

২৩/০৮/২০১৩ইং