মধুময় জীবনের গতি
চলে নীরবতি,

একটুখানি কষ্ট
সবগুলো হয়ে যায় নষ্ট,

জীবনে চলতে গেলে
আসলে সবগুলো গোলমেলে।

০৪/০৯/২০১৩ইং