যখন তন্দ্রা লাগে চোখে,
হাতছানি দেয় স্বপ্ন তখন মনে।
বেতাল লাগে রঙীন পৃথিবীকে;
জীবন থেকে হারিয়ে যাওয়া -
ইচ্ছে গুলোর শোকে।


যখন তন্দ্রা লাগে চোখে,
একটুকরো স্বাধীনতায় মত্ত আমি
কাল বোশেখী ঝড়ের মত আছড়ে পড়ি-
নতুন কোনো লোকে।


যখন তন্দ্রা লাগে চোখে,
কাহার ছবি দেখি আমি ফাকে।
কাহার হাতে হাত রেখে রোজ -
ঘুরে বেড়াই আমার আঙিনাতে।


সেই তন্দ্রা লাগা চোখে,
হিসেব করি লাভ - ক্ষতি আজ,
তাহার সাথে লেনাদেনায় কী হারালাম-
কী পেলাম আজ শেষে।


যখন পলক পড়ে চোখে,
বুঝি, এতো তন্দ্রা নাতো।
সারাদিনের সমস্ত ক্ষন -
তোমায় নিয়ে ভাবি তন্দ্রা ভ্রমে।