আমি জানি তুমি কখনোই আমার ছিলে না,
কিন্তু তবুও ভেবেছি তুমি আমার।
অবশেষে তুমি আমার হলে না,
দিলাম তোমায় মুক্ত করে।


তুমিতো বলেছিলে......
                    তুমি আমার কখনো হবো না,
আমাকে তোমার যোগ্য মনে হয় না,
আমি যেন যাই তোমায় ভূলে।
কিছুদিনের জন্য নীড় পাখী হয়ে,
এসেছিলে এ ভূবন নদীর তীরে।


এখন তুমি গিয়েছো ফিরে,
তোমার বাসভবনে সুখের সন্ধানে।
আমি আরোজ করি,
                     থাকো যেন তুমি সুখে।
ওগো অচীনপুরে মেয়ে।