আমি হাটব না আর তোমার সংস্পর্শে রাত বিরাতে
একলা পরশে,
আমি খুজব না তোমায় পূর্ণিমা রাতে
জোৎসনা ঘেরা লক্ষ লক্ষ তারার মাঝে।
তুমিতো সকলের সংস্পর্শে ঘেরা তারা নও;
তুমি আমার মনের গহীনে সুখের হাতছানি,
আমার বাগানের প্রদ্ধিপ।


আমি ভাবিগো
তুমি জোৎসনা রাতে তারা না হও।
এই বসুন্ধরায় রাতে আলোড়নের আবিভাব না হয়,
আমি চাইগো
তোমার মনের সুখের বাগানে ডায়েরীতে আমায় রাখো।
তোমার সকল সুখের আলো আমায় দেও।


তোমার জন্য সাজালাম এই ভূবণ,
বেলী ফুলের মালা দিয়ে রাখিলাম যতন।
রজনীগন্ধা ছড়িয়ে দিলাম
তোমায় পবিত্র মন দেবো বলে,
তুমি আসবে বলে,
হাজারও ফুল পথ চেয়ে তাকিয়ে আছি


ওগো আমার স্বপ্নঘেরা মনষী
তোমার বসুন্ধরা আসার অপেক্ষায়
কৃ্ষ্ণচূড়া মুখিয়ে আছে।
তোমাকে করবে বরন তাহার ফুলদানি পরশ দিয়ে,
ওগো আমার রমণী
তোমার অপেক্ষায়,
অপেক্ষায় আমি।