১৫ই আগষ্ট ১৯৭৫, শুক্রবার
কি ঘোর অন্ধকার।
সদা চঞ্চল হাসিমাখা শিশুটি ঘুমিয়ে আছে ঘরে
নিশ্চিন্তে মায়ের বুকে নিরাপদ আশ্রয়ে।
বারে বারে মা বুঝি আৎকে উঠেন
কোন এক অজানা আতঙ্কে শিহরিত হয়ে।
বাবা, পাশে শুয়ে কত রকম স্বপ্ন দেখছেন
এ বাংলাদেশটাকে নিয়ে।
হঠাৎ-ই  ল্যাম্প পোষ্ট গুলোর বাতি গেছে নিভে
চারিদিকে ঘোর অন্ধকারে গেছে ছেয়ে।
হঠাৎ শোনাগেল র্মটার, কামান, বন্দুকের গুলির শব্দ।
চলল একের পর এক।
ঝাঝিয়ে ফেলল ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি।
যার ভালবাসায় গোটা দেশ ছিল সিক্ত
যার কোটি কোটি ছিল ভক্ত।
হায়ানার দল তারই দিকে কিনা আজ
বন্দুক করেছে তাক
বুলেটে বিদ্ধ করেছে বুক ।
যখন রক্তের স্রোত ধারা বয়ে যায়
ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সব ঘরে
নিথর দেহে তখন মুজিব পড়ে আছেন সিঁড়িতে।
নড়ে উঠল বিশ্ব বিবেক
কেদে উঠলো শিশু, কিশুর, যুবক, বৃদ্ধ দেশবাসী সকলে।
শুধু কাঁদলোনা হায়েনা পিশাচের দল।
তুমি বেচে আছো আজো
এই বাংলার প্রতিটি ঘরে ঘরে
প্রতিটি মানুষের হৃদয়ে।
তোমার জন্যই আজ বাংলায় কথাকই,
বাংলায় গান গাই,
বাংলার এই মেঠোপথে হেটে যাই স্বাধীন ভাবে।
তুমিইতো শেখ মুজিবুর রহমান।
চির অম্লান তুমি এই বাংলায়।