ওরা বলে, "প্রাপ্তি প্রেমের  সমাপ্তি,
পরিণয় প্রেমের অন্ত।
পূর্ণতা যেন প্রেমের বিনাশ
ফেরেনা নব বসন্ত।"
মাথা নিচু করে শুনেছিলাম
আদর্শ প্রেমের বাণী,
তর্ক এড়িয়ে মেনে নিয়েছি
প্রেমকে ভুল জানি।


গর্বের সাথে স্বীকার করেছি
যা আমার তা আমারই থাক,
সেটা নাইবা হলো প্রেম
তবু হৃদয়ে মিশে যাক।
চাইনা হতে আদর্শ প্রেমিক
প্রাপ্তিতে খুঁজি সুখ,
পূর্ণতা পেয়েও ভরেনা যেন
মরুর ন্যায় বুক।


প্রতিটা ক্ষণে যত দেখি তাকে
ভুলে যায় ইহলোক,
স্বর্গ সুখের তৃপ্তিতে আর
পড়েনা চোখের পলক।
রোজ রোজ যেন নতুন করে
পরছি তার প্রেমে,
এক মুহুর্ত আড়াল হলেও
সময় যায় থেমে।


অনেকটা সময় কেটে গেছে তবু
বাড়ছে প্রেমের খিদে,
তাকে ছাড়া সবই অচল
আঁধার প্রতি পদে।
নাইবা হলাম আদর্শ প্রেমিক
সেই তো চোখের মণি,
অনুভূতি গুলো মৃদু হেসে বলে
প্রাপ্তি প্রেমের অফুরান খনি।