মনটা ধীরে ধীরে বিষিয়ে উঠছে
হাজার ক্ষোভ যেন নিজের ওপর,
অনিশ্চয়তার অন্ধকারে জীবনটা
হয়ে উঠেছে অতি স্বার্থপর।
রোজ রোজ আত্মহত্যা খুব কাছ থেকে ডাকে
তবু ফিরে আসি
সেই বিরহের কথা বলব কাকে!
যাকে মনের সব কথা বলতাম সেই আমায় বিশ্বাস করে থাকতে পারল না
সব চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে
এজীবন রাখার আর কোনো মানে হয় না।
দুঃখগুলো সব সয়ে গেছে
আর হারানোর কিছু নাই
শুধু জীবনটুকু বেঁচে আছে
ওটা ত্যাগ করলেই যেন
চরম নিস্তার পাই।
আর কিছু ভাবতেই পারি না
উন্মাদ হয়ে গেছি,
নিজের ওপরে বিশ্বাস হারিয়ে
জানিনা কেমন করে বেঁচে আছি।
আত্মহত্যা আবার ডাকবে সেদিন হয়ত আর ফেরাতে পারব না
সব স্মৃতি মুছে যাবে
আর কেউ কষ্ট পাবে না।
সব শেষে বলে যাব সবাই ভালো থেকো,
আমায় কেউ মনে রেখো না।