বিদায়ী চৈত্রের বাড়ন্ত দিনে
আলোটা সবে কমেছে,
দিনমজুরেরা কাজ শেষ করে
ফিরবার পথে নেমেছে।


ঘাম মুছছে গামছার কোনায়
শরীরে ক্লান্তির ছায়া,
খিদের জ্বালায় শুকিয়েছে মুখ
পেট ভরে হয়নি খাওয়া।


কাদা জল মেখে বাড়ি  তারা
দারিদ্রতা মাথায় নিয়ে,
অধসিদ্ধ ভাত খেয়ে শোয়
পরম শান্তি পেয়ে।


কৃত্রিম হওয়া রোচেনা তাদের
বাড়ির উঠোনে বিছানা,
প্রকৃতির কোলে সন্তান যেন
শত দুঃখেও নেই যন্ত্রণা।


এক ফালি চাঁদ, রাতের আলো
মুছে যায় সব ভোরে,
স্বপ্ন নিয়ে ছুটে যায় তারা
আবার মাঠে ফিরে।


রোদ জল ঝরে বাধা মানেনা
ফসল ফলাতে হবে,
ছেলে মেয়েদের স্বপ্ন পূরণে
রক্ত ঝরলে ঝরবে।


কত মায়ার ধান জমিতে
জল  জমেছে আজ,
বৈশাখী ঝড়ে ভয়ডরহীন
করতেই হবে কাজ।


ধানের গোছা পুতবেই তারা
হওয়ার আগে সাঁঝ,
ধানের গোছা জড়িয়ে ধরেই
মাথায় পরে বাজ।


জমিই যান, জমিই প্রাণ
এটাই তাদের ব্রত,
চোখের জল মুছেই আবার
লড়বে অবিরত।