আমার প্রিয় বঙ্গ মাটি
সোনার চেয়েও খাঁটি,
এই দেশকে ভালোবাসি বলে
মনে অনেক ছবি আঁকি ।

আঁকতে আঁকতে অনেক ছবি,
বিখ্যাত হয়েছে অনেক কবি।
চন্দ্র , সূর্য , গ্রহ , তারা,
সকল ছবি আঁকি আমরা ।

রক্ত ঝরা বঙ্গ মাটি,
স্বাধীন হলো বাঙ্গালি জাতি।
পালিয়ে গেল ভিনদেশীরা,
রক্ষা পেল বাঙ্গালিরা ।