জীবনের সূচনা হয় দুইভাবে
হয় সোনার চামচ মুখে নিয়ে, নয় দুঃখের চামচ
কোন চামচ মুখে নিয়ে তুমি জন্মগ্রহণ করবে, তার নিয়ন্ত্রণ থাকে
তোমার বাবা মায়ের হাতে
তাদের সাধ্য অনুযায়ী তোমার জীবনের সূচনা হবে
সূচনা হবে নতুন এক উপন্যাসের
তোমার জীবন উপন্যাসের পাতায় হরেক রকমের চরিত্রের আবিষ্কার হবে
আবিষ্কার হবে ট্র্যাজেডির, কিংবা কখনো হ্যাপিনেস এর
উপন্যাসের প্রতিটি পাতায় নিজের প্রতি বিশ্বাস রাখা জরুরি
নিজের প্রতি বিশ্বাস যখনই হারাবে
তখনই তোমার উপন্যাসে ঠায় হবে ব্যর্থতার
তুমি হয়ে উঠবে উপন্যাসের ব্যর্থ হিরো
তখন কোন পাঠক তোমার উপন্যাস পড়লে তোমার জন্য একটি দীর্ঘশ্বাস ত্যাগ করবে
তুমি ব্যর্থ হিসেবে এই জগৎ-এর স্মরণে থাকবে
তাই নিজের উপন্যাসের উপসংহার এমনভাবে সাজাও
যেন সবাই উপসংহারে এসে মুগ্ধ হয়ে যায়
একেবারে মুগ্ধ