নবীন কবির আপন কাব্যে পিন ফুটিয়ে
দেওয়াল সাজে; ভরায় আপন যত ক্ষত;
লোক বিলাসে সজ্জিত হয় পিনবিদীর্ণ
কবিতাকাগজ: আপন খেয়াল-খুশি মাখা,
হাস্য-আমোদ, প্রেম-বিরহ, জীবন-যাপন—
কবির স্পর্শে, ছন্দে-কলায় বর্ণিত হয়
মধুর কাব্য; পিন-বিঁধিয়ে লোক-বিলাসে
রেখে দেওয়া; যাতে দেওয়াল জোড়া শত,
ফুটি-ফাটল, ফাঁক্-চিড়-ফোঁড়, ক্ষতির-ক্ষত
ঢাকা থাকুক পিন-কবিতায়। আমার মতো।