আজকের অনুশোচনাগুলো
রক্ত হয়ে বয়ে যাচ্ছে হাতের তালু বেয়ে
মিশে যাচ্ছে নক্ষত্রপুঞ্জে বিষবাষ্প হয়ে।


তোমার যা কিছু বলার আছে
বলে ফেলো ওই কাগজের আকাশের নীচে
গলে যাক গরলের মতো গ্লানি;
বলে উঠুক পাথরও, যে সেও ভালোবেসেছে।


কাগজ কালি আজ কাব্যহীন—
নৃশংস সংখ্যাতত্ত্বের গর্তে মুহ্যমান দিনযাপন
যেখানে ভুলে যেতে হয়, কে পর, কে আপন।


আমার যা কিছু বলার ছিল
বলে দিয়েছি আমার ক্ষতস্থানের রক্তকে।
তাই তো সে আজ উল্লাসিত,
সদাহাস্যময়, উৎফুল্ল, লাল টকটকে।