আরামহীন, নিদ্রাহীন রজনীদিন,
বজ্রবীণা বাতাসে বাজে না আজ হেথা।
তাপ ঝরে হতে উজ্জ্বল আকাশলিন
রাস্তাঘাট কর্ণপাতে চাতকের সুরে।
ঘর্মাক্ত কলেবে পথিক এসে মলিন-
সুরে কহে,'জল, জল চাহি গলে হেথা"।
স্তব্ধ দুপুর, তপ্ত আকাশ দর্শকিন,
'আয় বরিষারাত', আশা সকলেরে।
নিঝুম নিকশ কালো হয় যে বিকাল,
আসছে তেড়ে নিদ্রা ঝেড়ে বোশেখি কাল।
বাতাস বহে, বিপুল বরশে বরষা
ঝড় ও বাদল, আঁধার ছাইয়া যায়,
উল্লাসিত, অতিব প্রিত জনপিপাসা,
সূর্য কোলাহলি উঠি,'হায়, হায়, হায়'


৪ঠা আশাঢ়, ১৪২১।