এমন বর্ষায় পল্লবও মুখরিত,
গ্রীষ্মের আগুন থেকে প্রকৃতিও প্রীত,
দখিনপশ্চিমে ঘনঘটার উদয়ি,
দুঃখ একটা, গড়ে উঠছে না মৃণ্ময়ি।
নদী চলে দ্রুত পথে আপনার ন্যায়,
দিন শেষ হতে না হতে চন্দ্রোদয়,
নর্দমায় ভরে যায় যা চির-বঞ্চিত,
তবে এই কীর্তি দেখে আমি নয় ভিত।
দু'ঘটিকার মাঝে সব নিস্তব্ধ নিশ্চুপ,
ভাসিয়ে দেওয়া বর্ষণ নেই যে আর।
এই এক প্রকৃতি; শোনে সে কথা কার!
আকাশে তাকাই আমি, চোখ যে লোলুপ,
হঠাৎ দেখি, হালকা বর্ষায় যে ধুপ,
অনন্ত বিস্তৃত রামধনুর প্রহার।।


                         #কাঁচা হাতে লেখা
                            ২৩/০৬/২০১১