আমার মতো এই পৃথিবীতে কেউ নেই।
আমি অনন্যসাধারণ, অসাধারণ,
বাকিরা জনসাধারণ।
সবারই হাইট ৫ ফুট ৪ ইঞ্চি মতো,
মোটামুটি এভারেজে।
সবারই একই রকম চামড়ার শরীর,
কালো, নিস্তেজ, খড়িফোটা।
সবারই পাট করা চুল, উস্কো খুস্কো দাড়ি,
প্রায় চাঁচা।
সকলেরই দৃষ্টি চিন্তায় ঘর্মাক্ত,
ছুটে চলেছে অনবরত,
বোল্টের মতো বেগে,
সময়কে ধরতে।


আমি এদের মতো নয়।
আমি নির্ভার, নিষ্পাপ
নিষ্পলক আমার দৃষ্টি বিস্ময়ের দিকে।
কাটিয়ে আনন্দে দিনরাত
চিন্তাবিহীন তবিয়াত।


সেই হয়তো মিল পাবে নিজের সঙ্গে
এই কবিতায়।
হয়তো এ সকল ভাবনা আমারই
বা,
এ ভাবনা সকলেরই হয়
নিজের মধ্যে।
                                            ১৬/৩/২০১৪


#আমি এখনও এত দম্ভশালী হইনি।