পদচিহ্ন রবে কি অমর, হে পথিক?
তব ঘর্মময় শরণচিহ্ন কি রবে?
তোমার বৃথা তল্লাস এ নির্জলা ভবে,
কেউ রবে তৃষ্ণাসিক্ত গলার শরিক?
ডুবুক সূর্য, উঠুক চন্দ্র, তারা নভে,
যাত্রা চিরসত্য, চিরকালিন, এ ঠিক।
ক্লান্ত শ্রান্ত চোখে দিপ্তি জ্বলে ধিক-ধিক,
শুরু তো করেছ জীবন-ভ্রমন সবে!
দাঁড়াও পথিক! পরাজয় এ যে নয়।
ক্ষুধার জ্বালাকে আগুন বানিয়ে জ্বালো-
দাবানল পথে। জ্বলতে থাকুক আলো
পদচিহ্নে ললাট হবে লোহিতময়
পথিক হে! তব কীর্তি রহিবে অক্ষয়।
অপার্থিব উচ্চারণে বোলো তব কালো।।