*
একটি পাথর রাস্তায় ছিল তিন-চার দিন ধরে,
আজ হঠাৎ কেন, দেখলাম তাকে আমি এক মনে।
কথা বললাম দুজনে, মনেমনে; বলি,'ওরে,
তুই জে দীন এ নিঃস্বহায় জীবন-রণে,
জানি না হঠাৎ কোন অনুভুতি ভরে,
ঠেলে দিলাম তাকে মৃত্যুমুখি হতে চরণে।
                    *
কে চায় দুঃখ, কে চায় দ্বন্দ,
তবে কথায় আছে, 'জীবন্টাই ভাল-মন্দ"।
দুঃখের পরে সুখ না হলে সুখি হওয়া ভার,
সেমতে সুখ বিনা দুঃখে জীবনই কারাগার,
দুই মিলিয়েই জীবনে আসে ছন্দ।
                    *
(এটি একটি Acrostic, তাই প্রথম অক্ষরগুলি খেয়াল রাখবেন)


অন্তিমেতে আকাশ রাজে,
রক্তাক্ত আভায় তপন সাজে,
চয়ন করে তারাদের রাত্রি সভায়,
নম্র আলকে চন্দ্র মাতায়।
মুগ্ধ সবাই এই রাত্রি সভায়,
ছোটো, বড় লোক সবাই তাকায়
তবে রবে সে কিছু ক্ষণিন,
জীবন দেয় সে সর্বজনিন।