হতাম যদি আমি এক বালুকণা,
সুবিস্তৃত মরুভুমির এক কোনে।
রৌদ্রোজ্জ্বল সময়হীন পরিবেশে
সূর্য জেখানে তার সমস্ত দ্বেষ-
করে বর্ষণ এই স্বর্ণাবৃত দেশে।


হতাম যদি এক গন্তব্যহীন পথিক
খামখেয়ালিপানার চরম পর্যায়
প্রকান্ড পথে পদব্রজে পান্থ।
তরুসারী দিয়ে পাঁচিল ঘেরা সেথা,
এখন সে দেশে আছে অপ্রকাশিত শান্তি।