নিজে যেটা না করো
সেটা মানুষকে কেন বলো
কথায় কথায়  শুধু  নিজের
পান্ডিত্য জাহির করো
এটা  করো না ওটা করো না
উপদেশের নাই শেষ
নিজের বেলায় ষোল অানাটাই
বুঝে নেয় সে বেশ
আমি ওমুক আমি তমুক
বলে কয় একাকার
আসলে যে তার ভিতরে
শূণ্যের হাহাকার
সব জায়গায় গলাবাজি
চালিয়ে যায়  সে বেশ
আসল জায়গায় আসলে পরে
হয়ে যায় সে শেষ
উপদেশ না দিও তুমি নিজে যেটা না করো
উপদেশ সেটা দিও তুমি নিজে যেটা করো।