চাঁদের হাসিতে জোছনা ছড়ায়
        মন কেন তা বুঝে না
ফুলের হাসিতে সুগন্ধ আছে কিনা
        ভ্রমর কেন তা খোঁজে না
তোমার হাঁসিতে মুক্ত ঝড়ে
      টাপুর টাপুর যখন বৃষ্টি পড়ে
রিমঝিম বৃষ্টির মাঝে
       তুমি একা দাড়িয়ে
শন শন হাওয়া বইছে
   তুমি আছ দুটি হাত বাড়িয়ে


নীল শাড়ি নীল টীপ
বুকের মাঝে ভয় করে ঢিব ঢিব
হাতে এক তোরা রজনীগন্ধা
কিন্তু তুমি বৃষ্টি দিয়ে বাঁধা
তোমার উপর রজনিগন্ধার উপর
ঝম ঝম করে বৃষ্টি পরছে
তবু ও তুমি হাসছ
তখন ও তোমার মলিনহাসিতে মুক্ত ঝরছে।
আমি জানি,বৃষ্টির মাঝে দাড়িয়ে
তুমি আমাকে খুঁজেছিলে হাতটিতে বাড়িয়ে
কিন্তু আমি ধরা দেয়নি
তুমি আমাকে অনেক ভালবাস
তুমি আমার জন্য বার বার আসো
কিন্তু আমি তোমাকে বুঝাতে পারছিনা
আমার মাঝে  এক কঠিন অসুখ
সে আমাকে ছারতে পারছে না
আর আমি চিৎকার করে বলছি
কেন তুমি তা বুঝো না।


( অনেক আগের লেখা এই কবিতা টি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)