আমার হারিয়ে যেতে ইচ্ছে করে
বনলতার সনে
টুই পাখীটা ধরতে আমার
বড়ই ইচ্ছা জাগে
ইচ্ছে করে হারিয়ে যাই
পুঁইলতার ও বনে
ইচ্ছে করে ঘুরে বেড়াই
প্রজাপতির সনে।
হারিয়ে যেতে ইচ্ছে করে
রংধনুর ই রঙে
আমার হারিয়ে যেতে ইচ্ছে করে
রুপ ঋতুর ই ঢঙ্গে
হারিয়ে যেতে ইচ্ছে করে
আকাশের ঐ নীলে
ইচ্ছে করে সাঁতার কাটি
পদ্ম ভরা বিলে।
কুসুমবাগে হারিয়ে যেতে
বড়ই ইচ্ছে হয়
ডালে ডালে চড়তে শুধু
মন যে আমার কয়।
মেঠোপথে হাটতে আমার
কত যে ভাল লাগে!
তারা ভরা আকাশ দেখতে
বড়ই ইচ্ছা জাগে।