চব্বিশ বছর পর রাস্তার অলিগলিতে পুনরায় হাঁটা
তোমার ফেলে যাওয়া পরিত্যাক্ত বস্তুসমুহ নিয়ে বাঁচা
আমার মগজ পোড়া গন্ধ শুঁকে তুমি বড্ড হেসেছো
তোমার মন মাঝে আমায় আস্তাকুড় করে রেখেছো।


সেদিন পড়ন্ত বিকেলে সুর্য ডোবার মুহূর্তে
আমার নীরবতা চরমভাবে সরবতাকে ঢেকেছে।
তোমার মায়ের আদেশ,বিদেশী ভাল পাত্রী
অনুরোধে ঢেকি গিলে কেঁদেছি সারা রাত্রি।


আমাকে যতই ময়াল ভাবো ;আমি নয় তা
হৃদমাঝে জড় হয়েছে শত না বলা কথা।
তোমাকে ভুলে কখনো তবে আমি যেতাম না
যদি না হত তোমার মা আমার পালিত মা।