পাহাড় গড়ার স্বপ্ন নেই
স্বপ্ন ছিল আকাশ ছুঁব
কিন্তু আকাশ ছুতে পারিনি
বিমর্ষ ও একাকীত্বতা নিয়ে তবুও ব্যর্থ
প্রয়াস ছিল আকাশ ছোঁয়ার
একদিন ঈশ্বর আমার চিলেকোঠার ঘরে এসেছিল
কেমন আছি,কি করছি জানতে চেয়েছিল
উত্তর দিয়েছিলাম কিনা মনে নেই।
সেবাযত্নাদি করিনি হয়ত
অতঃপর ঘুম ভেঙ্গেছে।
ঈশ্বর আমার কোন কাজে সন্তুষ্ঠ হয়েছিল জানিনা
তোমাকে পেয়েছি ঈশ্বরের কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ
উপহার হিসেবে।
সেদিন মধ্যসন্ধ্যায় তোমার বুকের পাঁজরে
আমাকে জড়িয়ে ধরেছিলে
তারপর রবীঠাকুরের সেই উক্তি ধ্বনিত হল
তোমার কন্ঠচিরে
“আমি পাইলাম,ইহাকে পাইলাম,এ যে দুর্লভ,এ যে মানবী
তার রহস্যের কি অন্ত আছে!”
তোমার বুকে পরম প্রশান্তি বিরাজ করে
আমি বিমোহিত হয়ে সেই প্রশান্তির স্বাদ নিয়েছি
পিঁপড়ে সমেত প্রশান্তি নিতেও ভুল করিনি।
অতঃপর বুঝলাম আমি আকাশ ছুঁয়েছি
আমার শিরা উপশিরার প্রতিটি পরত আকাশ
ছোঁয়ার আনন্দে বিহবল।
তোমার কন্ঠনালীর নিচে,আরেকটু নিচে,ঠিক বাম পাশে
রয়েছে তোমার বেহেশত সমেত বুক
ঐ বুকেই স্বপ্ন আছে,প্রেম আছে।
তোমার বুক ই আমার সুখ;আমার জান্নাত।