তোমার দৃষ্টিতে এখন শরৎ আকাশ
আইবলে উড়ে চলে গুচ্ছ গুচ্ছ ঘোলা মেঘ
নির্জন সন্ধ্যার আয়োজন যেনো ও চোখে
তাকালেই বিস্ফোরিত ডগোমগো বেলুন
তবু শান্ত সে চাওয়া পাওয়ার নিক্তিতে
ওজর আপত্তি নেই কেবলই সমমান
মাইল মাইল পথ পাড়ি দিয়ে
মনে হয় এইতো এসেছি কাছে মুহূর্ত সময়
চলে যাবার বিরতিতে তুমি আছো
বিশাল বিজ্ঞাপনে নিউরো বিলবোর্ডে
প্রতিদিন দেখা যত কথা মালা গাঁথা
হয় না শেষ কখনোই ফিরে ফিরে পিছনে দেখা
যাবার শেষ দৃষ্টি আমূল হন্তারকের ছবি
তেজস্ক্রীয় তাপের বিকিরণে জ্বলে জ্বলে
পার হই বাকী বঙ্কিম পথ .. .।