বীর বাঙালীর ইতিহাসে কলঙ্ক লেপন
করেছিল যারা ঊনিশশো পঁচাত্তরে
বঙ্গের বন্ধু বঙ্গবন্ধু হত্যার
কালো আইনের কালি মুছে
তুমি জাতিকে দিয়েছো মুক্তি
কৃষক শ্রমিক জনতার সোনার বাংলাদেশ
লাল সবুজ শাড়ীর আঁচলে উড়ছে মুক্ত বাতাসে
বঙ্গবন্ধু স্যাটেলাইট, হাইটেক পার্ক স্থাপনে
অজানা বিশ্বকে দিয়েছো হাতের মুঠোয়
পদ্মা সেতু নির্মাণে খুলে দিয়েছো শতাব্দীর স্বর্ণদুয়ার
মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়নে
সীমান্তের কাঁটাতার উপড়ে ভালোবাসার বন্ধনে
আবদ্ধ করেছো ঠিকানাহীনদের
গৃহহীনদের তুমি দিয়েছো সবুজ সুন্দর বাংলার ঠিকানা
দুঃখী মানুষেরা আজ প্রাণ খুলে হাসছে অবলীলায়
রূপপুর পারমানবিক শক্তি, রামপালের কয়লা বিদ্যুৎ
শোনা যায় অই দরিদ্র মানুষের কর্মঠ জীবনের গান
বিশ্ব অবাক চোখে তাকিয়ে দেখে
বাংলায় ক্ষুধা, দ্রারিদ্রের পরাজয়
বঙ্গবন্ধু দিয়েছে প্রথম মুক্তি লাল সবুজ পতাকা
মুক্ত বাতাসে অফুরন্ত মুক্ত নিঃশ্বাস
তুমি দিলে সবুজ বিপ্লব অর্থনৈতিক দ্বিতীয় মুক্তি
বঙ্গদেশের পাখির ভাষায় কথা বলা জনতা
এখন গ্লোবাল বিশ্বের অংশীদার
ডিজিটাল বিশ্বের বাংলাদেশ নির্মাতা
বাংলার মাহাথির বঙ্গকন্যা শেখ হাসিনা।