এপ্রিলফুল ফুলতো না
এটা কোনো ভুল না
সত্যিও এক চুল না


ভাব যাদের এপ্রিল ফুল
ভেঙ্গে যাক সবটা ভুল
ফুলতো বেলী বকুল


রকমফের ফুল আছে
জারুল জবা আছে
কলমী ও জুঁই আছে


লাউ কুমড়া গদা ফুল
মরিচফুল কানে দুল
হাওয়ায় নাচে দোল


কালো গোটা ফুল পুঁই
পাতার সবুজে ভূঁই
খাবারে প্লেটে থুই


এপ্রিল ফুলটা বোকার
বিশ্বাস করে জোকার
সূত্র হচ্ছে ধোকার।


নোট : কলমী- কলমী লতার ফুল। পুঁই - পুঁই শাকের ফুল।