না হয় আরো কিছু অতৃপ্তি যোগ হবে হোক। স্বপ্নায়ু জীবনে সব কিছু পেতে নেই। সব কিছু পেয়ে গেলে থাকে না জীবনের কোনো জীবন্তিকা। তাগিদ না থাকলে জীবন হয়ে যায় একঘেঁয়ে। সোনালী সুখও সেখানে লাগে পানসে। কি আর এমন পরম সুখের তৃপ্তি দেবার ক্ষমতা রাখো! না পেতে পেতে অনুভূতির কোলাজে এক সময় যায় সয়ে না পাবার অঙ্কণ চিত্রটা। ওঠে অভ্যস্থ হয়ে না পাবার কষ্টেরা। মনোযোগ নষ্ট করে সামান্য পাবার আকাংখা। নেই যা তার জন্য দুঃখ শোকের পরাগায়ন কেন? দেবার ক্ষমতা যেখানে অপ্রতুল; আশা পুষে রাখাও নিরর্থক সেখানে। এই ভালো নেই যা তার জন্য মিছে ক্যালরী খরচায় বিরত থাকা।