হেমন্ত’র নবান্নের  দিনে উৎসব ফসলী ক্ষেতে
সোনার আভায় চারি দিকে নতুন ধানী আমেজ
ধানীরঙা দিন যায়  রাত যায় পিকনিকে মেতে
শিশুরাও ঘুমহীন  ভোজনের চোখে তীক্ষ্ন দৃষ্টি
নেই কেউ আলস্যের সিঁড়িতে বসে ব্যস্ত রান্নায়
হৈমীর নতুন চাল  সুগন্ধি বুদবুদ ছড়িয়ে
যায় গ্রাম থেকে দূর  কোথাও সীমানা ছেড়ে


পান্থপথিক ক্লান্তির  দাওয়ায় স্মৃতির কোলাজ
তুলে হৃদয়ের খাতা ভরে তুলছে আলপনায়
নাসারন্ধ্রে ব্যাকুলতা  বাড়ায় কিশোর মন
বনভোজনে স্বাদের  ঘ্রাণ ইটের পর ইটের
চুলায় কাঁচা মাটির মমতায় আগুনের শিখা
বহুদূরে কোনো মৎস্য  শিকারী লণ্ঠন জ্বলা আলো
ঘুরছে খালে বিলের পাড় জল নেড়ে নেড়ে।।


-----------------------------



বিজ্ঞান সনেট
হেমন্ত -২
.......................................


ভাবতেই পারে স্মৃতি কাতর চোখের জল জল
কথার বাণ ডেকেই  মনে মনে পোড়ায় পাজর
এক ভাবনার নয় সবার ভিন্ন রকম থাকে
নিউরণ ঘিরে সুখ  দুঃখ জাগে কিশোর যৌবন
হেমন্ত আসে নবান্ন  আসে বয়স থাকে না বসে
ঘূর্ণি কালি মাখা চুল একদিন কাঁশবন চষে
রেটিনার ক্যামেরায় কত মুখের ভিড় বাড়ছে


কর্ষিত মাটিতে ফলা সোনাধানের বুনোট গাঁথা
জুড়ে রাখে কত শতো ঘর সংসার এ মাটি ছাদে
অধরা সময় হেঁটে  যায় তড়িৎ চুম্বকে দ্রুত
পৃথিবী জুড়ে হাজারো মন গুচ্ছ গুচ্ছ দূরত্বের
ফাঁকে আয়োজন করে বনভোজন বনভোজন
হেমন্ত সুখের লাল আগুনে জ্বলে বৈরাগ্য মন
সোনারতরী ছুটছে প্রপেলার জলরাশি কাটছে।