বন জঙ্গলে সমুদ্রের পাড়ে, পর্বত মাড়িয়ে
সমতটের ভেজা ঘাসে পা ডুবিয়ে
রক্তমাখা শরীরে -হাত ভর্তি ছোপ ছোপ রক্ত
বিষাক্ত পাপ তুলে
পৃথিবীকে করতে চেয়েছিলে নিস্পাপ
ওই পুঁজিবাদীদের অতিরিক্ত লোভকে


ফাঁসি দিয়েছিলে-ভয় করোনি মৃত্যুকে
শ্বাসকষ্ট থাকা সত্ত্বেও
রুদ্ধশ্বাস পৃথিবীকে দিয়েছিলে উন্মুক্ত তেপান্তর
এক হাতে চুরুট
অন্য হাতে কবিতার শরীর আর রাইফেল
রক্তমাখা ছুরি চোখে-
আর্জেন্টিনা হতে বলিভিয়া টানা সময়কে
দিয়েছো ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল পাতাটি
আমি তোমার বিপ্লবী বেঁচে থাকা সময়কে
স্যালুট জানাই আর ভালোবাসি কমরেড
তোমাকে এখনো যে কোনো অন্যায় স্থানে
শান্তিকামী জনতা কামনা করে ‘চে’
তুমি নিজেই এক অমর
অক্ষত আর পূর্ণাঙ্গ বিপ্লব
সফল যে কোন বিপ্লবের নাম ‘চে’
‘চে’দের মরণ হয় না কভু
ওরা শুধু জন্মাতেই জানে
তাই পৃথিবীর প্রতিটি ঘরে
‘চে’ তুমি জন্মাও জন্ম জন্মান্তর।